Wednesday, October 9, 2019

ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি-২০১৯

(এইচএসসি অধ্যয়নরত)


ইসলামী ব্যাংক "শিক্ষাবৃত্তি-২০১৯" অফার করেছে। ২০১৯ সালে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ (প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ–৪.৫) প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নিকট হতে অনলাইনে বৃত্তির দরখাস্ত আহবান করা হয়েছে।

আবেদনকারীর যোগ্যতা
● উচ্চ মাধ্যমিক/সমমানের শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।
● অতি দরিদ্র ও মেধাবী হতে হবে।
● যারা সরকারি বৃত্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা বিবেচিত হবেন না মুক্তিযোদ্ধার সন্তান হলে উল্লিখিত শর্তাদি পূরণ সাপেক্ষে বুত্তির জন্য বিশেষভাবে বিবেচনা করা হবে।

বৃত্তির পরিমাণ ও মেয়াদ
● ২ বছর মেয়াদী, মাসিক ২০০০ টাকা।
● পাঠ্য উপকরণ ও পোশাক পরিচ্ছদের জন্য বার্ষিক ৩০০০ টাকা।

আবেদনের নিয়মাবলী
https://scholarship.islamibankbd.com/ এই ওয়েবলিংকে নিম্নোক্ত সংযুক্তিসহ আবেদন করতে হবে:
● পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবির ক্যান কপি।
● এসএসসি/সমমান পরীক্ষার মার্কশিট।
● পিতা/মাতা/অভিভাবকের আয়ের সনদপত্র।
● বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত স্টুডেন্ট আইডি কার্ড।

আবেদনের তারিখ: ১০–৩১ অক্টোবর ২০১৯
ওয়েবসাইটে আবেদনের প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় উল্লিখিত সময়ের মধ্যে জমা দিতে হবে। চুড়ান্ত ফলাফল ওয়েবসাইট–এর মাধ্যমে প্রকাশিত হবে।

বিস্তারিত জানতে
• ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
• অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।


দেশীয় বিভিন্ন সাধারণ শিক্ষাবৃত্তির খবরাখবর পেতে Scholarship Helpbook এর ফেসবুক পেজে লাইক দিন।
ফেসবুক পেজের লিংক→
facebook.com/scholarshiphelpbook

Thanks | ধন্যবাদ